সমস্যার কথা শুনে অন-দ্য-স্পট পদক্ষেপ অভিষেকের। খড়গপুর গ্রামীণ ব্লকের মাতকাতপুরে স্থানীয়দের সঙ্গে কথা বললেন অভিষেক। শুনলেন তাঁদের অভাব-অভিযোগ-সমস্যার কথা। শতাধিক পরিবারের বাস এই অঞ্চলে। জায়গাটি সেচ দফতরের অন্তর্গত।
সমস্যার কথা শুনে অন-দ্য-স্পট পদক্ষেপ অভিষেকের। খড়গপুর গ্রামীণ ব্লকের মাতকাতপুরে স্থানীয়দের সঙ্গে কথা বললেন অভিষেক। শুনলেন তাঁদের অভাব-অভিযোগ-সমস্যার কথা। শতাধিক পরিবারের বাস এই অঞ্চলে। জায়গাটি সেচ দফতরের অন্তর্গত। তাই এঁরা জমির পাট্টা পান না বলে অভিযোগ জানালেন অভিষেকের কাছে। শোনামাত্র সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। দ্রত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেন অভিষেক।