এদিন হাবড়া টুনিঘাটায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় । শান্তিনিকেতনের মত রাস্তার পাশে একটি বাগানে প্রায় ৬০ জন মা ও সন্তানদের নিয়ে মানবাধিকার দিবস উদযাপন করা হয় ।
এদিন হাবড়া টুনিঘাটায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় । শান্তিনিকেতনের ধাচে রাস্তার পাশে একটি বাগানে প্রায় ৬০ জন মা ও সন্তানদের নিয়ে মানবাধিকার দিবস উদযাপন করা হয় | পড়াশোনাকে আরো এগিয়ে নিয়ে যেতে এই প্রচেষ্টা | স্কুল ছুট ছাত্র-ছাত্রী ও নিরক্ষর মায়েদেরকে একত্রিত করে সচেতন করা হয় | পাশাপাশি সন্তান এবং মায়েদেরকে পাশাপাশি বসিয়ে যেমন খুশি আকো তে সামিল করা হয় | অংকনের মধ্য দিয়ে শিক্ষাকে বেশি করে এগিয়ে নিয়ে যাওয়াই সংগঠনের মূল লক্ষ্য |