বাবার হাতে প্রাণ হারাল ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। নদীয়ার কৃষ্ণনগরের টিয়াবালি কুরসি গ্রামের ঘটনা। মদ্যপ ছেলের সঙ্গে বাবার তীব্র বচসা। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ বাবাকে। পাল্টা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাবা।
বাবার হাতে প্রাণ হারাল ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। নদীয়ার কৃষ্ণনগরের টিয়াবালি কুরসি গ্রামের ঘটনা। মদ্যপ ছেলের সঙ্গে বাবার তীব্র বচসা। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ বাবাকে। পাল্টা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে টোটন সর্দারের(৩৭)। অভিযুক্ত পিতা ভানু সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।