নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ , উদ্ধার করল জগদ্দল থানার পুলিশ। দুই ব্যক্তিকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ
নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ | উদ্ধার করল জগদ্দল থানার পুলিশ | পুলিশ সূত্রে জানা যায় তারা এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সাপ্লাই করতে যাচ্ছিল | দুই জনের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট এনে মামলা রাজু করে তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হল | জগদ্দল থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে |