পরিবারের পাঁচ সদস্য দৃষ্টিশক্তিহীন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের আলো প্রকল্পের মাধ্যমে চোখের আলো ফিরে পেল ওই পরিবারের ১৫বছরের সুমিত ও ১২বছরের সোমা ।
দৃষ্টিহীন পরিবারের পাঁচ সদস্যকে ভিক্ষা করতে দেখেন গাজোলের ব্যবসায়ী প্রদীপ লাহা | এরপরই তিনি গাজোল ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু পরীক্ষক অজিত কুমার দাসের সাথে যোগাযোগ করেন | চক্ষু পরীক্ষক অজিত কুমার দাসের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা | এই সময় রাজ্য সরকারের ‘চোখের আলো’প্রকল্পের সূচনা হয় | মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে তাদের চিকিৎসা হয় | আপাতত ১৫বছরের সুমিত ও ১২বছরের সোমা ফিরে পাচ্ছে চোখের আলো | দৃষ্টিশক্তিহীন পরিবারের দুই সদস্য দৃষ্টি ফিরে পেতে খুশি এই পরিবার |