Weather News: সকাল থেকেই আকাশের মুখভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

নির্ধারিত সময়ের আট দিন পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও তেমন প্রবল বৃষ্টির দেখা নেই। অস্বস্তিকর আহাওয়া এখনও অব্যাহত। হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৮ জেলাতেই বৃষ্টি হতে পারে।

 

Saborni Mitra | Published : Jun 22, 2023 7:02 AM
110
আজ আট জেলায় বৃষ্টি

দক্ষিণবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষা প্রবেশের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস।

210
মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে প্রায় সব জেলাতেই। প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে।

310
কলকাতার আবহাওয়া

হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দুই-এক পসলা বৃষ্টি হতে পারে বলেও জানিয়ে হাওয়া অফিস।

410
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১-৮২ শতাশ। বর্ষা হওয়ার উপযুক্ত পরিবেশ রয়েছে।

510
আকাশের মুখভার

আজ সকাল থেকেই আকাশের মুখভার। মেঘলা আকাশ। বৃষ্টি আসার উপযুক্ত পরিবেশ রয়েছে।

610
উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার থেকে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710
দেরীতে বৃষ্টি

পশ্চিমবঙ্গে এবার নির্ধারিত সময়ের পরে বৃষ্টি ঢুকেছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে প্রায় ৮ দিন পরে। মালদা প্রায় ৭২ ঘণ্টার জন্য থেমে ছিল বর্ষা।

810
উত্তরবঙ্গে ২২ জুন পর্যন্ত

উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে গত কয়েক দিন থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে ভূমিধসের সম্ভবনা রয়েছে। পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। চাষ আর ফুল চাষের ক্ষতি হতে পারে।

910
দার্জিলিং-এ বৃষ্টি

২৩ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমবে। কিন্তু বৃষ্টি হবে। তবে এরই মধ্যে দার্জিলিংএর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

1010
বর্ষার আগমনে তাপমাত্রা নিম্নগামী

বর্ষার আগমণে দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। আগামী কয়েকদিন পরিস্থিতি এমনই থাকবে। কিন্তু অস্বস্তি অব্যাহত। বাতাশে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সমস্যা হচ্ছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos