মালদহ এবং দুই দিনাজপুরে প্রথম ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে । আগামী ২৩শে ডিসেম্বরের পর থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর ফলে ক্রিসমাসের সময় ঠান্ডা থাকার সম্ভাবনা কম রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দুই দিনাজপুরে প্রথম ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গে ও মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ পর্যন্ত তেমন কোন পরিবর্তন নেই। ২৩ তারিখের পর থেকে আবার তাপমাত্রা বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। । ক্রিসমাসের সময় ঠান্ডা থাকার সম্ভাবনা কম রয়েছে। আগামী ২৩শে ডিসেম্বরের পর থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে তাপমাত্রা কমার কোনো সুযোগ থাকছে না।