শীত আসতে দেরি হলেও চলতি মরসুমের শীতলতম দিন রবিবার, জেনে নিন আজকের আবহাওয়ার খবর

Published : Dec 04, 2022, 11:48 AM IST
Weather

সংক্ষিপ্ত

রবিবারের সকালে পশ্চিমবঙ্গে কলকাতায় তাপমাত্রা কমল বেশ খানিকটা। 

রবিবারে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস দেওয়া হয়েছে যে, সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর গিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

তবে, রবিবারের সকালে কলকাতায় তাপমাত্রা কমল বেশ খানিকটা। চলতি মরসুমে এই প্রথম ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে যা শীতলতম দিন।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে। কমবেশি ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরবেলা এবং রাতের দিকে। জেলার তাপমাত্রার পারদ আরও নীচে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে। পারদ ওঠানামার খুব একটা সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত থাকবে শুষ্ক। ভোরের দিকে থাকবে শীতের আমেজ। শীত অনুভূত হবে রাতেও। আপাতত আগামী কয়েকদিন কলকাতা বা অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি বাংলায়।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের হাওয়া অফিস থেকে জানানো হয়েছিল, আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা কমবে বেশ খানিকটা। সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার ১ ডিগ্রি কমে ১৫-তে নামল পারদ।


আরও পড়ুন-
উত্তরাখণ্ডে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীর যৌথ মহড়া ‘যুধ অভ্যাস ২০২২’, শেষ দিনে সফল হল ‘কিল বক্স’ প্রশিক্ষণ
শুভেন্দু অধিকারীর সভার আগে ডায়মন্ড হারবারে বিজেপির প্রস্তুতি বানচালের প্রচেষ্টা, ‘তৃণমূল ভয় পেয়েছে’, খোঁচা শুভেন্দুর
তৃণমূল নেতা বোমা বাঁধতে গিয়ে মারা গেছেন: লিখলেন শুভেন্দু, ‘উনি জানেন কাঁথির জন্যই বোমা বাঁধা হচ্ছিল’, পালটা তোপ কুণালের

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে