ঘূর্ণিঝড় ‘মোকা’-র জেরে স্বাভাবিকের চেয়ে কমে গেল কলকাতার তাপমাত্রা, ল্যান্ডফল হলেই ব্যাপক গরম বাড়ার আশঙ্কা

হাওয়া অফিসের রিপোর্ট বলছে, ‘মোকা’-র টানে পাকিস্তান থেকে গরম হাওয়া রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে তীব্র গতিবেগে ছুটে যাচ্ছে।

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোকা’-র গতিবেগ বেড়েছে ৯০ কিলোমিটারের থেকেও বেশি। রবিবার দুপুরে মায়ানমার উপকূলে ঘণ্টায় প্রায় ২১০ কিলোমিটার বেগে ঝড় তুলে স্থলভাগে আছড়ে পড়বে মোকা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, এই ঝড় সমস্ত বাতাস নিজের দিকে টেনে নিচ্ছে। ফলে, ভারতে হাওয়ার গতিবেগ বেড়েছে ভালোরকম। পাকিস্তান থেকে গরম হাওয়া রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে তীব্র গতিবেগে ছুটে যাচ্ছে। এর ফলে, ভারতের উত্তর, পূর্ব ও পশ্চিমের বহু রাজ্যে শনিবার থেকে প্রবল তাপপ্রবাহ শুরু হয়ে গেছে।

পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ কিছুটা কম হলেও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর সোমবার থেকে ব্যাপক গরম বাড়বে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, বাংলাদেশ উপকূলের কাছাকাছি রয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। ইতিমধ্যে ভালোরকম বৃষ্টি হচ্ছে। তার প্রভাবে পশ্চিমবঙ্গেও মেঘ ঢুকেছে। এর ফলেই আপাতত কলকাতা সহ গোটা রাজ্যের তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে ‘মোকা’-র ল্যান্ডফলের পরই পশ্চিমবঙ্গের আকাশ থেকে মেঘ চলে যাবে। তখনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে এবং রাজ্যের পশ্চিমাঞ্চল তাপপ্রবাহের কবলে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ‘মোকা’ সরাসরিভাবে না এসে পড়লেও এর পরোক্ষ প্রভাব যথেষ্ট পড়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে।

Latest Videos

তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মোকা’। তবে, আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছে যে, এর প্রভাবে খুব বেশি প্রভাবিত হবে না পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় জন্ম নিলেও তার অভিমুখ রয়েছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। কিন্তু, চলতি সপ্তাহে বাংলায় তাপমাত্রার পারদ এতটাই চড়েছে যে, তীব্র অস্বস্তি থেকে রেহাই পাওয়ার জন্য বৃষ্টির আশায় উন্মুখ হয়ে রয়েছেন সাধারণ মানুষ। গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, প্রবল দাবদাহের অস্বস্তি পৌঁছেছে চরমে। তবে, রবিবার স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে গেছে কলকাতার তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি, গতকালের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ, তাপমাত্রার পারদ সামান্য নিম্নগামী হয়েছে বলে দেখা যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণের কয়েকটি জেলায় একটানা বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই কম। বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত জারি থাকবে। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, যাঁরা গভীর সমুদ্রে পৌঁছে গিয়েছেন, তাঁদের অতি শীঘ্রই উপকূলে ফিরে আসার সতর্কতা দেওয়া হয়েছে। আজ সারাদিন তাপমাত্রা একই রকমের থাকলেও আগামিকাল থেকে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা, সেসময় ৩ দিন ধরে পারদ আবার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অগামী বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় ভালোরকম বৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।

হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিঙের তাপমাত্রার পারদ রবিবার কিছুটা নিম্নমুখী হবে, জলপাইগুড়ি, কালিম্পং-এর তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ওপরের দিকেই রয়েছে, তবে রবিবার কিছুটা নিম্নগামী হতে পারে। রবিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে, সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে।

আরও পড়ুন-

সাইক্লোন ‘মোকা’-র পরের ঘূর্ণিঝড়ের নাম কী? পর পর ৯টি নামকরণকারীর মধ্যে রয়েছে ভারত,পাকিস্তান, বাংলাদেশ
স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে ফণা তুলছে বিষধর সাপ! বিজেপির অফিসে হুলুস্থুল কাণ্ড

Cyclone Mocha Update: আর মাত্র ২৪ ঘণ্টা, তার মধ্যেই প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মোকা’

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla