Weather Update: দমবন্ধ করা গরমের মধ্যে পিছিয়ে গেল বর্ষার আগমণ, আবার তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে
পিছিয়ে গেল বর্ষা। ভ্যাপসা গরমে আগামী চার দিন পচতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলে বৃষ্টি হলেও শুকনো থাকবে দক্ষিণবঙ্গ।
আবারও দক্ষিণবঙ্গে ফিরল অস্বস্তিকর গরম। তাপমাত্রা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিসূচক। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় আজ থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।
আজ তাপপ্রবাহ
রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলছে। বাকি জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামিকালের আবহাওয়া
সোমবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস থাকবে বলে সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।
বুধবারের পর পরিস্থিতি উন্নতি হতে পারে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নতি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রি হতে পারে। তবে কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির আশেপাশে থাকবে।
বর্ষার আগমণ
উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমণে দেরি রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা কম।
বুধবার থেকে সরবে মৌসুমী বায়ু
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা প্রায় নেই। তাই দক্ষিণবঙ্গের এই অস্বস্তিকর আবহাওয়া।
থমকে মৌসুমী বায়ু
মৌসুমী অক্ষরেখা হার্নাই, বারামতি, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে।
রবিবার বিকেলে সাময়ির স্বস্তি
রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া ছিল। বিকেলের দিকে বজ্রবদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে সাময়িক স্বস্তি হতে পারে। কিন্তু অস্বস্তি যাবে না।
কলকাতার তাপমাত্রা
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি।