তীব্র গরমের দিন শেষ, আগামী কয়েক ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, রইল আবহাওয়ার আপডেট
সকাল থেকে রোদ ঝলমল করছে চারিদিকে। ভাদ্র মাসের ভ্যাপসা গরমে কম-বেশি সকলেই ভুগছেন অস্বস্তিতে। এদিকে কদিন ধরে টানা হয়েছে বৃষ্টি। তবে, কি ফের বাড়ল গরম? নাকি আবার হবে বৃষ্টি?
সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়েছে গরমের দাপট। দিনে চড়া রোদ প্রতিটি মানুষের অস্বস্তির কারণ হচ্ছে। এই সময় অল্প বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না।
এমন সময় মিলল সুখবর। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় মিলল বৃষ্টির সম্ভাবনার খবর। এমনই জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও হবে মাঝারি বৃষ্টি পাত।
তবে উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় হতে পারে ভারী বৃষ্টি। এমন খবর হাওয়া অফিস সূত্রে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া. হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদার মতো জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে আজ।
গতকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া সকাল থেকে ছিল পরিষ্কার। ছিল ঝলমলে।
তবে বিকেলের পর থেকে কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এতে আবহাওয়া সামান্য হলেও পরিবর্তন হয়। ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি পান সকলে।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির আশেপাশে।
শেষ কয়েকদিনে বৃষ্টির দাপট আগের থেকে অনেকটাই কমেছে। তবে, নিম্নচাপ তৈরির আশঙ্কা আছে। য়ে কারণে সপ্তাহের শেষ দিকে বাড়বে বৃষ্টি।
জানা গিয়েছে, নতুন করে নিম্নচাপ তৈরি হবে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এর ফলে সপ্তাহের শেষে বাড়বে বৃষ্টি। তৈরি হবে দুটি স্পষ্ট নিম্নচাপ।
একটি পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, নিম্নচাপ আরও এগিয়ে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।
সে যাই হোক, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সর্বত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা।