হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটার লাইন, অনলাইনে কাটতে পারবেন সহজেই

Published : Oct 16, 2023, 05:27 PM IST
government hospital

সংক্ষিপ্ত

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অনলাইনে আউটডোরের টিকিট কাটার সুবিধা এবং কিউআর কোড চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার দেখানোর জন্য সকাল থেকে লাইন দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। রাজ্যজুড়ে এই ছবি প্রায় দৈনন্দিন দেখা যায়। নাগরিকদের ভোগান্তি কমাতে এবার সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর জন্য বিশেষ 'ডিজিটাল হেলথ' বা 'ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম' চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

নতুন পদ্ধতির প্রধান উদ্দেশ্য হল লাইনবিহীন আউটডোর পরিষেবা। নতুন বছরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অনলাইনে আউটডোরের টিকিট কাটার সুবিধা এবং কিউআর কোড চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৩ অক্টোবর, শুক্রবার স্বাস্থ্যকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন স্বাথ্য দফতরের প্রধান সচিব, সেই বৈঠকে অতি দ্রুত এই পরিষেবা চালু করার উদ্যোগ নিতে বলা হয়েছে।

স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা ইতিমধ্যে চালু রয়েছে সমস্ত মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে। QR Code সিস্টেমে টিকিট কাটাও চালু হয়েছে এসএসকেএম, বাঙুরের মতো কয়েকটি বড় হাসপাতালে। নতুন বছরে এই পরিষেবা সমস্ত সরকারি হাসপাতালেই চালু করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান যুগে অধিকাংশ মানুষই স্মার্ট ফোন ব্যবহার করেন। অনলাইন এবং QR কোড ব্যবহার করে টিকিট কাটার সুবিধা পাওয়া গেলে বহু মানুষ উপকৃত হবেন মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু