হলদিয়া বন্দরের কাজ থমকে গেল দুই ঠিকাদার এজেন্সির গন্ডগোলের জেরে । ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আটকে আছে পণ্যবাহী জাহাজ ।
হলদিয়া বন্দরের কাজ থমকে গেল দুই ঠিকাদার এজেন্সির গন্ডগোলের জেরে | ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আটকে আছে পণ্যবাহী জাহাজ | গন্ডগোল ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ও রিপ্লে অ্যান্ড অ্যারো কোম্পানির মধ্যে | স্টার গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর আশরাফ আলী অভিযোগ করেন রিপ্লে অ্যান্ড অ্যারো কোম্পানি বন্দর কর্তৃপক্ষে মদতে কাজের ব্যাঘাত সৃষ্টি করছে | সময় যত এগোচ্ছে, তত বাড়ছে ক্ষতির অঙ্ক | কখন এই সমস্যা মিটবে, সেই অপেক্ষাতেই রয়েছে শ্রমিক সংগঠনগুলি |