পুজোর ঠিক মুখেই মালদহের চাঁচোলে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে ডুবে গেল নৌকা। অদিকাংশ যাত্রীই এখনও নিখোঁজ। ইতিমধ্যেই পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, কয়েকজন মাত্র সাঁতরে প্রাণে বেঁচেছেন।
পুজোর ঠিক মুখেই ভাসান নিয়ে নয়া নির্দেশ দিল মোদী সরকার। গঙ্গা বা অন্য কোনও নদীতে কোনওভাবেই প্রতীমা বিসর্জন দেওয়া যাবে না। শুধু দুর্গা প্রতীমাই নয়, কালীপুজো, ছট পুজো, সরস্বতী পুজোতেও একই নিয়ম থাকবে। নির্দেশ না মানলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।