এর আগে খোলাখুলিই বলেছিলেন অজি ক্রিকেটারদের তিনি পছন্দ করেন না। স্মিথ-ওয়ার্নারের নির্বাসন নিয়েও কোনও সমবেদনা ছিল না তাঁর। বরং বলেছিলেন অজিরা যা অভদ্র, তাতে ঠিকই হয়েছে। কিন্তু নিজের দেশে বিশ্বকাপের আগে কিন্তু চিরাচরিত ইংরেজসূলভ ভদ্রতারই নিদর্শন পাওয়া গেল মইন আলির কথায়।