নিজের রাজ্যেই মুখ থুবড়ে পড়ল ভিলওয়ারা মডেল, সংক্রমণ আটকানোর নতুন পথ খুঁজছে গোলাপি শহর
Apr 14 2020, 05:27 PM ISTসারা বিশ্ব এখন কাবু মারণ করোনাভাইরাসের ভয়ে । এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস প্রায় স্তব্ধ করে দিয়েছ গোটা পৃথিবীকে। এ দেশেও সংক্রমণ সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে । করোনায় মৃত ছুঁয়ে ফেলেছ সাড়ে তিনশোর গণ্ডি। পরিস্থিতি সামন দিতে দেশে আবার নতুন করে লকডাউনের সময়সীমা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। তার পরেও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা দেশ যখন মারণ এই ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে রাজস্থানের ছোট্ট একটি জেলা শহর ভিলওয়ারা কামাল করে দেখিয়েছিল। সেই ভিলওয়ারা মডেল প্রয়োগ করেই এবার রাজ্যের রাজধানী জয়পুরে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছিল রাজস্থান সরকার। কিন্তু সেই প্রচেষ্টা সত্ত্বেও সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না গোলাপি শহরে।