দেশে লকডাউন পরিস্থিতি ঘোষণা করা হলেও এখনও প্রচুর মানুষ সেই নির্দেশ মানছেন না। রোজই দিনভর এমন অসংখ্য ছবি সামনে আসছে যেখানে বারবার ধরা পড়ছে জনতার বিশৃঙ্খলা। প্রচুর স্থানে জনগণ রীতিমতো জমায়েত করে আড্ডা দিচ্ছেন অথবা বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েছেন। এমনকী সাধারণ যানবাহন চালানোতে নিষেধাজ্ঞা বলবৎ হলেও বহু জায়গায় রীতিমতো দাপটে সঙ্গে চলছে অটোরিক্সা। বেঙ্গালুরুর শিবাজীনগরে এই ছবি ধরা পড়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়রা ঘরে থাকার জন্য অনুরোধ করে আসছেন। কারণ, ভারতে করোনাভাইরাস স্টে থ্রি-তে প্রবেশ করতে চলেছে। এরমধ্য়ে সুখবর মিলল রাজ্য়ে। নাইসেড সূত্রে খবর, রাজ্য়ের প্রথম করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পথে। তার প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে।