বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতেও বাড়ছে করোনার সংক্রমণ। এখনও পর্যন্ত এদেশের ১২৯ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ বাইরাসের উপস্থিতি। গোটা দেশ জুড়ে প্রায় লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। সমাবেশের উপর জারি নিষেধাজ্ঞা। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে বিশ্বে ৭০০০ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পৃথিবীজুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৭৫,৫৩৬। চিনে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছ ৩,২১৩ জনের। এর পরেই রয়েছে ইতালি। ইউরোপের এই দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৫৮। আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের বেশি। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -