রামায়ণ সিরিয়ালের কথা বললে আজও খেয়াল পড়ে যায় তিন জনের মুখ। অরুণ গোভিল, দীপিকা চিকহালিয়া এবং সুনীল লাহিড়ি। রাম-সীতা এবং লক্ষ্মণের ভূমিকায় এদের অভিনয় সে সময় তাঁদের সাক্ষাৎ ভগবানে পরিণত করেছিল। বলিউড স্টারদের জনপ্রিয়াকেও ছাপিয়ে গিয়েছিল এদের জনপ্রিয়তা। টেলিভিশনের পর্দাতে অভিনয় করেও এঁরা পেয়েছিলেন মেগাস্টারের সম্মান। রামায়ণ সিরিয়ালের ৩০ বছর পর ফের একসঙ্গে এক মঞ্চে আবির্ভাব ঘটল রাম-সীতা ও লক্ষ্মণের। আর সেই সঙ্গে সামনে এল চাঞ্চল্যকর কাহিনি।