• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla

নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মুহূর্ত, নেটদুনিয়ায় ভাইরাল হোলি পার্টির অন্দরমহল

Mar 07 2020, 12:06 PM IST

দিন কতক পরই হোলি। সপ্তাহ খানেক আগে থেকেই শুরু হয়ে যায় যেকোনও সেলিব্রেশন। অফিস ফেরার পথে অনেকেই দেখা যায় রঙ খেলে বাড়ি ফিরছে। নানা জায়গা শুরু হয়ে গিয়েছে হোলি পার্টিও। তেমনই মুম্বইয়ের বুকে গ্র্যান্ড হোলি পার্টির আয়োজন করেছিলেন ইশা অম্বানি এবং তাঁর আনন্দ পরিমল। তাঁদের বাড়ির বিশাল বাগানে আয়োজিত হয়েছিল এই পার্টি। নিমন্ত্রন পত্রে বাদ যায়নি কোনও বলিউড তারকাদের নাম। তারই মধ্যে ইশার ঘনিষ্ঠমহলের মধ্যে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নিকের সঙ্গে পার্টিতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। ছিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, জ্যাকলিন ফারন্যান্ডিজের মত সেলিব্রিটিরাও। 

Top Stories