আমির খানের আগামী ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ফের উত্তেজনা শিখরে। অভিনেতার নয়া লুক ইন্টারনেটে ছড়িয়ে যেতেই ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে। ছবির সেটে এক ভক্তের তোলা ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ার হটকেক। আর্মি অফিসারের পোশাকে ভক্তের পাশে দাঁড়িয়ে আমির। ছবির যে সমস্ত ছবি এতদিন ভাইরাল হয়েছিল তার সঙ্গে এই লুকের কোনও মিল নেই। লম্বা দাড়ি-গোঁফ ছেড়ে একেবারে অন্য অবতারে দেখা গেল পারফেকশনিস্টকে।