অস্ট্রেলিয়া মহিলা (Australia Women) দলের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে এক দুর্দান্ত বলে অজি ব্যাটার এলিসা হিলি (Alyssa Healy)-কে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Women) জোরে বোলার শিখা পান্ডে (Shikha Pandey)। এই বলটিকে শতাব্দীর সেরা বল, বলা হচ্ছে।