গত শুক্রবারই ভারতে লঞ্চ করলে অ্যাপেল আইফোন ১৩। এবং পুজোর আগেই মিমির হাতে এল এই মহামূল্যবান ব্র্যান্ড নিউ ফোন। আইফোন ১৩ হাতে পেয়েই আর ঠিক থাকতে পারলেন না অভিনেত্রী। শুটিংয়ের মধ্যেই আইফোন ১৩-র ছবি পোস্ট করলেন মিমি। নিজের ইনস্টা স্টোরিতে মহামূল্যবান ফোনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'একটু তো শো-অফ করা চলে, এটা আইফোন ১৩,ইয়েস '।