সুহানা খান, বলিউডে এখন পা না রাখলেও তাঁর প্রভাব ভক্তমহলে খুব একটা কম নয়। শাহরুখ কন্যা বলে কথা। জন্ম লগ্ন থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বর্তমানে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে উপচে পড়া ভক্তমহলকে নানা পোস্ট দিয়ে ভরিয়ে দিয়ে থাকেন তিনি। তবে পোস্ট করে ডিলিট কেন! উত্তর খুঁজছে নেট দুনিয়া।
আমির খান মানেই একের পর এক হিট ছবি, যা বক্স অফিসে ব্যপক প্রভাব ফেলে। আর সেই দিকে নজর দিয়েই প্রযোজক সংস্থা বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে থাকে। সেট থেকে শুরু করে শ্যুটিং লোকেশন, ঢালা হয় বহু টাকা। এই মুহূর্তে তারকার কর্তব্য নিয়ে সরব আমির।