হিন্দি ছবিতে বাঙালিবাবু, যে সকল চরিত্রেরা আজও স্মরণীয় পর্দায়
Apr 14 2020, 12:46 PM ISTবাঙালি নায়ক-নায়িকা-গায়ক-গায়িকাদের আধিপত্য বলিউডে বরাবরই। তারই মধ্যে ছবির চিত্রনাট্যের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিল বেশ কিছু চরিত্র। পর্দায় হলেও, যাঁদের এক ডাকে চেনে সকলেই। এমন কিছু চরিত্রকে ফিরে দেখা।