সাহায্য নিয়ে, দান নিয়ে, স্বার্থ সিদ্ধি হলেই শুভাকাঙ্খীর কথা ভুলে যান অমিতাভ। এমন কী সাহায্যকারির কথা তিনি স্বীকার করবেন কী করবেন না, সেটাও তাঁর কৌশলের ওপর নির্ভর করে। এই ধরনের মানুষ তাঁর কাছে নিম্নমনের ও রুচি হীন মানুষের পর্যায় পরে। অমিতাভকে এভাবেই বাক্যবাণে একটা-সময় বিঁধেছিলেন সেলিম।