বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বোঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। ভারত উপমহাদেশে প্রায় সভ্যতার সূচনালগ্ন থেকে স্থাপত্য নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। বলা হয়ে থাকে যে বাড়িতে ঘরের রং যদি বাস্তু অনুসারে করা না হয়, তাহলে জীবনে কোথাও না কোথাও শুধু আর্থিক নয়, শারীরিক সমস্যাও হয়। অনেক সময় মানুষ বাস্তু অনুসারে ঘর রঙ করে না এবং এর ফলে বাড়ির সদস্যদের স্বাস্থ্যও খারাপ হয়। এই প্রতিবেদনে বাস্তু শাস্ত্র অনুযায়ী ১০টি রংয়ের কথা বলা হয়েছে, এই রংগুলি আপনার বাড়িতে থাকলে তা শুভ বার্তা যেমন নিয়ে আসবে, তেমনই ঘরে ছড়িয়ে থাকবে পজেটিভ এনার্জি। দেখে নিন কোন ১০টি রংয়ের কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে।