সংক্ষিপ্ত

  • প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা অরুণ গুহঠাকুরতা
  • টলিউডে শোকের ছায়া অভিনেতার মৃত্যুতে
  • তাঁর অন্যতম সেরা কাজগুলি বদলে দেয় ভারতীয় চলচ্চিত্র জগতকে
  • অভিনয় দক্ষতায় সিনেমাকে এক অন্য ব্যাখা দিয়েছিলেন অরুণ গুহঠাকুরতা


প্রবীণ অভিনেতা অরুণ গুহঠাকুরতা সেই বিরল শিল্পীদের মধ্যে পড়তেন যাঁর অভিনয় দক্ষতায় ভারতীয় চলচ্চিত্র জগৎ পেয়েছিল বিনোদনের ভিন্ন স্বাদ। তিনি ছিলেন অসামান্য অভিনেতা, সহকারী পরিচালক তথা টেকনিশিয়ান হিসাবে বাংলা ছবির জগতে কাণ্ডারি। বুদ্ধদেব দাশগুপ্তের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা। কোভিডের থাবা এবার টলিউডে। আর এক নক্ষত্র পতন। প্রয়াত বাংলা ছবির প্রবীণ অভিনেতা অরুণ গুহঠাকুরতা। তাঁর মৃত্যুতে শোকস্তবদ্ধ টলিউড।  করোনায় আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

 

 

 আরও পড়ুন,৯ জুলাই থেকে ফের 'লকডাউন রাজ্যে',কনটেইনমেন্ট জোনে কড়াকড়ি
 
সূত্রের খবর,  করোনার উপসর্গ  নিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা অরুণ গুহঠাকুরতা।  মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। বুদ্ধদেব দাশগুপ্ত থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'সিনেমাওয়ালা',  'জ্যেষ্ঠপুত্র','বিসর্জন',-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও 'ছোটদের ছবি', 'বিসর্জন', 'কেয়ার অফ স্যার', 'ল্যাপটপে' তাঁর অভিনয় রীতিমত প্রশংসা পেয়েছে ৷ সুমন ঘোষের 'বসু পরিবার' এবং  শৈবাল মিত্রের ছবিতেও তিনি কাজ করেছিলেন। বুদ্ধদেব দাশগুপ্তের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা। তার মধ্যে অন্যতম 'মন্দ মেয়ের উপাখ্যান', 'কালপুরুষ' যার অন্যতম।

 

 

আরও পড়ুন, 'অসংলগ্ন কথা বলা'ও করোনার লক্ষণ, নতুন ৬ উপসর্গের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক


 প্রবীণ শিল্পীর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাহায্যের হাত বাড়িয়ে দেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং গৌতম ঘোষ। তবুও শেষরক্ষা হল না।  তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা টলিউডে। তাঁকে নিয়ে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মন খুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী।

 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

করোনায় আক্রান্ত বিধাননগরের ডিসি ট্রাফিক, উপসর্গ না থাকায় সপরিবার হোম কোয়ারেন্টাইনে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব