সংক্ষিপ্ত
- মে মাসে রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তুকি বাবদ টাকা জমা পড়বে না
- এদিকে, জুনে ফের রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল
- আগামী মাসে ফের দাম বাড়লে তবেই আবার ভর্তুকি মিলতে পারে
- উজ্জ্বলা গ্রাহকরা পাবেন এপ্রিল-জুন পর্যন্ত নিখরচায় তিনটি রিফিল
মে মাসে রান্নার গ্যাস সিলিন্ডার নিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ কোনও টাকা জমা পড়বে না। কারণ, কলকাতায় যে সমস্ত গার্হস্থ্য গ্রাহক রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান, তাঁরা গত মাসে সিলিন্ডার নেওয়ার পর তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ যা পেয়েছেন এবং চলতি মাসে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম তার থেকেও বেশি কমেছে।
জানা গিয়েছে, কলকাতায় গার্হস্থ্য গ্রাহকরা গত মাসে সিলিন্ডার নেওয়ার পর তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ ১৮৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন এবং মে মাসে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম তার থেকেও ১৯০ টাকা বেশি কমেছে। তবে রান্নার গ্যাসে ভর্তুকি পাকাপাকি উঠছে না। জুন মাসে সিলিন্ডারের দাম বাড়লে গ্রাহকরা ফের ভর্তুকি পেতে পারেন। পাশপাশি এদিকে, জুনে ফের দাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। অপরদিকে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, উজ্জ্বলা গ্রাহকরা এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস বিনা খরচে ৩টি রিফিল তাঁরা পাবেন।
আরও পড়ুন, সামাজিক দূরত্ব মেনে চলবে মেট্রো, কীভাবে প্রস্তুতি নিচ্ছে রেল
ইন্ডিয়ান অয়েলের এগজিকিউটিভ ডিরেক্টর তথা পশ্চিমবঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কো-অর্ডিনেটর প্রীতীশ ভরত জানিয়েছেন, 'এপ্রিলের তুলনায় মে মাসে কলকাতায় ভর্তুকিবিহীন গার্হস্থ্য ১৪.২ কিলো সিলিন্ডারের দাম ১৯০ টাকা কমে হয়েছে ৫৮৪ টাকা ৫০ পয়সা। গত মাসে যাঁরা সিলিন্ডার নিয়েছেন তাঁরা যে অর্থ ভর্তুকি বাবদ ১৮৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন, মে মাসে তার থেকে ৪৩ পয়সা দাম কমেছে। যার দরুণ,মে মাসে সিলিন্ডার নিলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ কোনও অর্থ ঢুকবে না। তবে আগামী মাসে দাম বাড়লে আবার ভর্তুকি পাবেন।'
কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ
করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের
বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর