বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ হতে না হতেই কালীপুজোর জন্য অধীর অপেক্ষায় থাকে বাঙালিরা। চলতি বছরে ৪ঠা নভেম্বের বৃহস্পতিবার কালীপুজো। কালীপুজোর দিন সোনার দাম ফের একধাক্কায় অনেকটাই কমল। লাগাতার ২ দিন দাম কমল সোনার। তবে গতকালের তুলনায় বেশ খানিকটা দর বেড়েছে রূপোর। দিওয়ালির আগেই ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।