স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রায় ৯৯৬টি স্পেশ্যাল ক্যাডার অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার চাকরির সুযোগ পাবেন ব্যাঙ্কে। SBI-তে হবে বিপুল নিয়োগ। সদ্য স্টেট ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রায় হাজার শূন্যপদে হবে নিয়োগ। চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই আবেদন করতে পারবেন। সবথেকে বড় বিষয় হল, এই পদে শুরুতেই মিলবে মোটা টাকা। জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
স্টেট ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রায় হাজার শূন্যপদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৯৯৬টি। এবার নিয়োগ হবে স্পেশ্যাল ক্যাডার অফিসার পদে। এর মধ্যে ভিপি ওয়েলথ বিভাগে ৫০৬ টি, এভিপি ওয়েলথ বিভাগে ২০৬টি এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ বিভাগে ২৮৪ শূন্যপদ আছে।
চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। পাশাপাশি এমবিএ বা অন্য কোনও উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।
বয়সের সীমা
আবেদনের জন্য সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে উর্ধ্বসীমার ছাড় দেওয়া হবে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
অনলাইন আবেদন করতে পারবেন এই কাজের জন্য। মোট শূন্যপদ ৯৯৬টি। এবার নিয়োগ হবে স্পেশ্যাল ক্যাডার অফিসার পদে। প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে কারেন্ট ওপেনিং- অপশনে ক্লিক করুন। এবার নিয়োগর বিজ্ঞপ্তিতে ক্লিক করুন। নতুন আবেদনকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করুন। ডকুমেন্ট আপলোড করুন। সবশেষে ফি সাবমিট করুন। এভাবে করতে হবে আবেদন।
এই পদে নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। তারপর সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। তাই যারা এই পদে কাজে আগ্রহী তারা আবেদন করতে পারেন। দেরি না করে আবেদন করুন।


