কলকাতায় একদিনের আক্রান্তে রেকর্ড হ্রাস। সংক্রমণ তীরের বেগে নামছে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আচমকাই এই সংখ্যা নেমে যাওয়ায় অবাক রাজনৈতিক মহলও। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন থেকে কমে ২৬২ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা১২১,৯২২ জন। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।