পুজো শেষ, চলতি বছরের মতো বাঙালির বড় উৎসব শেষ। তবে গঙ্গা সাগর সফর ঘিরে একটা আশঙ্কা রয়েছেই। তবুও ভীড় হওয়ার মতো সম্ভাবনা অনেকটাই কম, ক্রিসমাসের আগে অবধি। এদিকে বাংলায় সুস্থতার হার আরও একধাপ বেড়েছে । এইমুহূর্তে বাংলায় সুস্থতার হার ৯১. ৪৩ শতাংশ থেকে বেড়ে ৯২.০২ শতাংশে দাড়িয়েছে। সবদিক থেকে হিতকর আবহের মাঝে কী অবস্থা করোনা সংক্রমণে কী অবস্থা কলকাতা তথা রাজ্য়ের, এবার দেখে নেওয়া যাক।
দারুণ উন্নতি ভারতের করোনা পরিস্থিতিতে
একদিনেই অনেকটা কমল দৈনিক নতুন রোগীর সংখ্যা
সেইসঙ্গে বাড়ল সস্থতার হারও
পরীক্ষার ক্ষেত্রেও নতুন উচ্চতা ছুঁল আইসিএমআর