সংক্ষিপ্ত
- ধর্মশালায় প্রথম টি২০ ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেছে
- বুধবার মোহালিতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ
- টিম ইন্ডিয়ার ফোকাসে উইকেট কিপার ঋষভ পন্থ
- ব্যাটে রান করা ছাড়া কোনও রাস্তা খোলা নেই ঋষভের সামনে
ধর্মশালায় একটাও বল খেলা হয়নি। এমনকি টসটাও করতে নামতে হয়নি দুই দলের অধিনায়ককে। বৃষ্টি সবটাই পন্ড করে দিয়েছে। তাই মোহালিতে বুধবারই শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ। বলাই বাহুল্য বুধবার থেকেই ২০২০ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার। তিন ম্যাচের সিরিজ এখন দুই ম্যাচে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাতে টিম ইন্ডিয়ার ফোকাস নষ্ট হয়নি। বরং দুই দলই নিজেদের সেরা তাস নিয়ে মাঠে নামতে তৈরি। বিরাটের টিম ইন্ডিয়া হোক বা ডি-ককের টিম সাউথ আফ্রিকা দুই শিবিরেই পরীক্ষা তরুণ ক্রিকেটারদের।
আরও পড়ুন - কোচের কড়া নির্দেশ, বিরিয়ানি খাওয়া বন্ধ পাক ক্রিকেটারদের
টিম ইন্ডিয়ার অনন্দর মহলে কান পাতলে এখন একটাই নাম উঠে আসছে, ঋষভ পন্থ। তাঁর ওপর যেমন দেশের ক্রিকেট মহলের ফোকাস, তেমনই ভারতীয় দলের ম্যানেজমেন্টও ঋষভের দিকে তাকিয়ে। শোনা যাচ্ছে কোচ শাস্ত্রী ঋষভকে বোঝানোর পাশাপাশি সতর্ক বার্তাও দিয়ে রেখেছেন, দায়িত্ব নিতে হবে। শুধু মাত্র প্রতিভাবান বলেই বেশিদিন দলে জায়গা ধরে রাখা যাবে না। ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে একাধিক উইকেট কিপার ব্যাটসম্যান নিজেদের প্রমাণ করার জন্য লাইনে দাঁড়িয়ে, তাই ঋষভ পন্থ যেন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে। ঋষভ ছাড়াও মোহালিতে ফোকাস থাকবে আরও একাধিক তরুণ খেলোয়াড়ের দিকে। শাস্ত্রী কোহলিরা পরিবেশ পরিস্থিতি বুঝে কাকে কাকে প্রথম দলে সুযোগ দিতে পারেন সেটাই এখন দেখার।
আরও পড়ুন - কাশ্মীরে ভারতীয় সেনার সাফল্য, একদিনে খুঁজে পাওয়া গেল বাক্সেটবল খেলোয়াড়কে
রবিবার ধর্মশালায় বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেলেও বুধবার পাঞ্জাবে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। মোহালির আকাশে মঙ্গলবার অন্তত মেঘের আনাগোনা সেভাবে পাওয়া যায়নি। তবে নিরাপত্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, কারণ চন্ডিগড় পুলিশ বোর্ডের থেকে বকেয়া আর্থ না পাওয়ায় কোহলিদের নিরাপত্তা দিতে পারবেনা বলে জানিয়ে দিয়েছে, বোর্ডের কাছে প্রায় ৯ কোটি টাকা পাওনা চন্ডিগড় পুলিশের। তাই কিছুটা হলেও চাপে রয়েছে বিসিসিআই। পুলিশি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকলেও, ভারতীয় দলকে ক্রিকেট মাঠে নিরাপত্তা দিতে তৈরি, বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে দলে ফেরার অপেক্ষায় হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য মনে করা হচ্ছে তাঁকেই। এদিকে ধর্মশালায় ম্যাচ না হাওয়া রোহিত এখনও রেকর্ডের সামনে দাঁড়িয়ে।
আরও পড়ুন - বুকিদের নজরে মহিলা ক্রিকেটে, এক ভারতীয় ক্রিকেটারকে বড় অঙ্কের প্রস্তাব