সংক্ষিপ্ত

  • টি২০ বিশ্বকাপ জেতা এখন প্রধান লক্ষ্য আমাদের বলছেন বিরাট
  • টেস্ট চ্যাম্পিয়নশিপের মাঝে সৌরভের সুর কোহলির গলায়
  • টেস্টে ফের শীর্ষ স্থানের হাতছানি বিরাটের কাছে
  • তৃতীয় টেস্টের আগে অনুশীলনে গুরুগম্ভীর অধিনায়ক বিরাট

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই দুটি সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। কোহলির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ জয় পেয়েছে ভারত। পাশাপাশি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজও পকেটে পুরে নিয়েছে কোহলির দল। এবার তৃতীয় টেস্ট জেতার পাশাপাশি আগামী টি২০ বিশ্বকাপও জেতার লক্ষ্যে আছেন বিরাট। আগামী এক বছর টি২০ বিশ্বকাপের প্রস্তুতিও সারবে ভারত এমনটাই ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে বললেন কোহলি।

আরও পড়ুন, রেষারেষি নেই, আছে অসাধারণ বোঝাপড়া, পন্থের সঙ্গে সম্পর্কে নিয়ে বললেন ঋদ্ধি

শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে বেশ গুরুগম্ভীর ভাবেই দেখা যাচ্ছিল বিরাটকে। প্রতি মুহূর্তে নিজের ব্যাটিংয়ের ওপর ধ্যান দিতে গিয়েছে কোহলিকে। এমনকি প্র্যাকটিস শেষে নেটে আলাদা করে নকিং করতেও দেখা যায় ভারতীয় দলের অধিনায়ককে। টেস্ট ব়্যাঙ্কিংয়ে কিছুদিন আগেই নিজের এক নম্বর স্থান হারিয়েছেন বিরাট কোহলি। তবে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরান করার পর এক নম্বর স্থানে থাকা অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের থেকে  মাত্র ১ পেয়েন্টের ব্যবধানে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। সেই সুবাদে শনিবার থেকে শুরু হওয়া ম্যাচে ফের নিজের এক নম্বর স্থান ফেরত পেতে পারেন কিং কোহলি। তবে এই মুহূর্তে ভারতীয় দলকে নিয়ে একটু দূর পর্যন্তই ভাবছেন কোহলি। বিশ্বকাপকে মাথায় রেখে বিরাট বলেন, '২০২০ সালে বিশ্ব টি২০ আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত এখন থেকেই। আমাদের হাতে এক বছর সময় আছে। ততদিনে আমরা নিজেদেরকে তৈরি করব। আর আইসিসির টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবো।'

আরও পড়ুন, আসন ৩৯ হাজার, টিকিট বিক্রি হল দেড় হাজার, আর টেস্ট চায় না রাঁচী

দুদিন আগেই বিরাট বাহিনীর ক্রিকেটীয় দিক থেকে মুখ খুলতে দেখা গিয়েছিল নব নির্বাচিত বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, 'ভারতীয় দল ভালো ক্রিকেট খেলছে। শুধুমাত্র বড় টুর্নামেন্ট গুলিতে জয় পেতে হবে। সব সময় জয় পাবে সেটা নয়। তবে আগামী দিনের জন্য ভালো করে প্রস্তুত হতে হবে। আর সেই ব্যাপারটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব।' বিসিসিআই বোর্ড সভাপতি এই কথা বলার কিছুদিনের মধ্যেই এবার আগামী বছরের টি২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন কোহলি। আর আইসিসির বড় টুর্নামেন্ট এবার জেতার জন্য সৌরভের কথা অনুযায়ী মানসিক ভাবে প্রস্তুত হতে চলেছে ভারতীয় দলের ক্রিকেটাররা।

আরও পড়ুন, ধোনির ভবিষ্যৎ কোন পথে এগোবে, ২৪ তারিখ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন সৌরভ

কোহলি এই বিষয় নিয়ে আরও বলেন, 'এই মুহূর্তে ভারতীয় দলের সবাই ভালো পারফর্ম করছেন। সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছে। যারা টি২০ বিশ্বকাপ খেলবে তাঁরা সবাই খুব মুখিয়ে থাকবে টুর্নামেন্টে জয় পাওয়া র জন্য। আশা করি দল নির্বাচন আগে থেকে হয়ে যাবে। সেই অনুযায়ী একটা কম্বিনেশন দলে তৈরি করা যাবে। তাই আগামী বছর আইসিসির এই টুর্নামেন্ট জেতার আশায় আছি। আর আমাদের আরও একবার করে দেখাতে হবে।'