বারুইপুরের একটি হোটেলে আড্ডা দিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি কিছুদিন আগেই কুণাল বলেছিলেন, 'তৃণমূলে অত্যাচারিত-অপমানিত কেউ যদি থাকে , সেটা আমি' এবং মমতা কী কী ভূল করেছেন তাও বলেছিলেন। আর এরপরেই বাবুল-শুভেন্দুর সঙ্গে সাক্ষাত বিশেষ অর্থবহ করছে। এদিকে একেবারে এগিয়ে এসেছে ২০২১ এর ভোট। তার আগেই এমন সাক্ষাত জল্পনা বাড়াল রাজ্য-রাজনীতিতে।