রাজনীতির ময়দানে একে একে এবার ঘুঁটি সাজিয়ে নেওয়ার পালা। কার বিপরীতে কে, সোমবার দুপুরেই নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীরব ঘোষণা সামনে এসেছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়বেন মুখ্যমন্ত্রী নিজেই। সভা শেষে এই ঘোষণাতেই ওঠে নয়া ঝড়।
একুশে কাদের দখলে থাকবে বাংলা
কে হবেন বাংলার পরের মুখ্যমন্ত্রী
ফের কি হবে পরিবর্তন
কী জানা গেল সি-ভোটার'এর সমীক্ষায়
নন্দীগ্রামের সভা থেকে জানিয়েছেন সেখান থেকেই নির্বাচনে লড়বেন
কিন্তু মমতার সেই সভাতেই দেখা গেল বেসুরো পোস্টার
সেই সব পোস্টারের লেখা মমতা সরকারের পক্ষে অস্বস্তিকর
পোস্টার চিহ্নিত করে ভিডিও পোস্ট করল বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন নন্দীগ্রাম থেকে
সোমবার এই নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে
১৯৯১ সালের পর আর দক্ষিণ কলকাতা কেন্দ্র ছাড়েননি মমতা
তাহলে এইবার কেন এই কেন্দ্র বদল