হরিয়ানার ফল বের হতেই মাথায় হাত বিজেপির। সমানে সমানে টক্কর চলছে বিজেপি-কংগ্রেসের। ফল নিয়ে আলোচনার জন্য খট্টরকে দিল্লিতে ডেকে পাঠানো হল। আর জেজেপির সঙ্গে দর কষাকষির দায়িত্ব দেওয়া হয়েছে অকালি দলের দুই নেতাকে।