ভোটের মুখে দল ছাড়লেন শুভেন্দু, জিতেন্দ্র। লম্বা লাইনে পিছনে আরও অনেকে। তৃণমূলের বিদ্রোহী নায়ক নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজ্য রাজনীতিতে বহু প্রতিক্ষিত জল্পনার অবসান ঘটেছে, পাশাপাশি এ জল্পনাও দানা বেঁধেছে যে তিনি কতজনকে নিয়ে দলবদল করবেন। এদিকে শুক্রবার ফের কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন মমতা। অপরদিকে, মনে করা হচ্ছে শনিবার-ই বিজেপি-তে যোগ দেবেন শুভেন্দু। অমিত শাহ-র সভাতেও তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।