করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। ইতিমধ্যে ইউনেস্কের স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো,তাই আনন্দটাও যেন একটু বেশি। বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান এবার একাধিক পুজোর উদ্বোধন করলেন।বসিরহাটের প্রান্তিক ক্লাব, বদরতলা রিট্রেশন ক্লাব ও মিলন সংঘ, সবুজ সংঘ সহ একাধিক ক্লাবে সংসদ অভিনেত্রী নুসরত দুর্গাপুজোর উদ্বোধন করলেন।