বলিউডে তারকাদের উপস্থিতিতেই বাজিমাত। নায়ক কিংবা নায়িকা ভিত্তিক ছবির চলই ছবি বলিউডে বেশি। এখন বদলেছে সময়, ছবির প্রেক্ষাপট থেকে চিত্রনাট্য, ভক্তের পছন্দের তালিকাতে থাকে এখন এগুলোও। কিন্তু ছবিতে যদি এই কয়েক তারকা থাকেন, তবে প্রয়োজন পড়ে না স্টান্ট ম্যানের।