ঋষি কাপুরের মৃত্যুর রেশ কাটেনি এখনও। কখনও আইসিঅউ থেকে ভাইরাল হওয়া ভিডিও তো কখনও তাঁর অস্থি বিসর্জনের ভিডিও। একের পর এক ভিডিও দেখে বর্ষীয়ান অভিনেতার স্মৃতিচারনায় ভাসছে ভক্তরা। তাঁর প্রয়াণের পাশাপাশি যেন ধস নেমেছে কাপুর পরিবারে। পুরনো হাভেলি যেন মিশিয়ে যাচ্ছে ঋষি কাপুরের মৃত্যুর সঙ্গে। সম্প্রতি পাকিস্তানে কাপুর পরিবারের হাভেলির বেশ কিছু খবর প্রকাশ্যে এসেছে। দিনের পর দিন কোনও রক্ষনাবেক্ষণ নেই। ধুলোর মত মিশে যাচ্ছে মাটিতে। হাভেলির একাংশ আর নেই বললেই চলে। পাকিস্তানের সরকার ভেবেছিল সেই হাভেলি ভেঙে তৈরি হবে মিউজিয়াম। কিন্তু এখন তারও কোনও অবকাশ নেই। মেরামতের কোনও সুযোগ না থাকলেও আজও সেই প্রকান্ড বাড়ি যেন সযত্নে রেখে দিয়েছে কাপুর পরিবারের অসংখ্য স্মৃতি।
নুসরাত জাহান। টলিউডের প্রথমসারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় । মডেলিং থেকে অভিনেত্রী তারপর সেখান থেকে সাংসদ পদ গ্রহণ। সেই বছরেই রাজকীয় বিয়ের আসর তারপর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে নুসরতের। কেমন ছিল এই সফরনামা, জেনে নিন একনজরে।