সলমন খান মানেই বিতর্ক। ভাইজানের মাথা গরম। তা কম বেশি সব তারকাদের কাছেই জানা। তবুও একাধিক তারকাদের তাঁর রোষের মুখে পড়তে হয় পুরষ্কার বিতরনী মঞ্চে। অরিজিৎ সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা। তবে নিজেও এমন কিছু মন্তব্য করে থাকেন যা ঘিরে বিতর্কের ঝড় ওঠে বিটাউনে।
ছোট থেকেই অভিনয়টা ভালোই পারতেন শাহরুখ খান। তা বুঝতেই অনেক সমস্যার সমাধার এক মুহূর্তে হয়ে গিয়েছিলন। স্কুল জীবনে ভিষণ দুষ্টু ছিলেন কিং খান। তবে কেউ তাঁকে মারতে পারত না, কেন তা খোলসা করেছিলেন তিনি নিজেই।