১৯৯৮ সালে হাম সাত সাত হ্যায় ছবির শ্যুটিং-এ গিয়ে দুই কৃষ্ণসার হরিণকে শিকার করেছিলেন সলমন খান। জয়পুরে শ্যুটিং চলাকালিন ঘটে এই বিপত্তি। যার সাজা হিসেবে পাঁচ বছরের জেল হয়েছিল সলমন খানের। যদিও বর্তমানে তিনি বেলে রয়েছেন।
বলিউড তারকাদের দেখে অধিকংশ সময়ই অনুপ্রাণিত হয়ে থাকেন তারকারা। ফলে স্টারদের বিভিন্ন পণ্য দ্রব্য থেকে শুরু করে পানীয়, খাদ্যদ্রবর সংস্থা বিজ্ঞাপনের জন্য স্বাক্ষর করিয়ে থাকেন। কিন্তু সব ক্ষেত্রে তা সঠিক নয়। স্পষ্টই জানিয়ে ছিলেন অক্কি।