বলিউডে বরাবরই নিজের এক ভিন্ন ইমেজ ধরে রেখেন রণবীর সিং। অভিনয় জগত নিয়ে তিনি যতটা সিরিয়াস ঠিক ততটাই তিনি পর্দায় পেছনে এক মজার মানুষ। রণবীর সিং নিজেই বলেন, তিনি খোলা বইয়ের মত। নেই কোনও রাখ-ঢাক। তবে মাঝে মধ্যেই তাঁর বেফাঁস মন্তব্য বিপদের মুখে ফেলে দেয়।
করোনা ভাইরাসকে রুখতে এবং আক্রান্তদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন ডাক্তাররা। গতকাল জনতা কারফিউতেও গোটা দেশের মানুষ যোগদান করেছিলেন স্বাস্থ্যকর্মী ও যারা এই সময়ও বাড়ির বাইরে থেকে দেশের সেবা করে চলেছেন তাদের সম্মান জানানোর জন্য। এরই মাঝে এলাহি আয়োজন সেরে নিলেন নুসরত জাহান।
সলমন খানের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক কোনও গসিপ নয়। প্রথম থেকেই তাঁরা পর্দায় একে অন্যের প্রতি কতটা আবেগপ্রবণ তা ফুঁটে উঠত। পরবর্তীতে বাস্তবেই সেই সম্পর্কের সমীকরন এক ভিন্ন রূপ নেয়। যার জন্য আজও আক্ষেপ করেন ঐশ্বর্য রায়।