পা-পা-এ পঁয়ত্রিশে পৌঁছলেন আয়ুষ্মান খুরানা। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যধারার ছবিতে আয়ুষ্মান এখন একটা নাম। চোখ ধাঁধানো গ্ল্যামারার্স বাজেটের ছবি নয়, এমনকী কোনও দুরন্ত এক্সপেনসিভ লোকেশেন নায়িকার সঙ্গে কোমর দুলিয়ে নেচে সিনেমাপ্রেমী-দের মনোরঞ্জনও নয়- আয়ুষ্মান খুরানার ইউএসপি-টা কিন্তু টিকে রয়েছে অন্য ধরনের সেলিং পয়েন্টে। কম বাজেট, সুন্দর গল্প- ব্যাস এইটুকু থাকলেই হল, বাকিটা আয়ুষ্মান-ই সামলে দেবেন। এমনই কথা প্রচলিত রয়েছে তাঁর সম্পর্কে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। চলতি বছরটাও বেশ ভালোই যাচ্ছে তাঁর। জুন মাসে মুক্তি পেয়েছে 'আর্টিকল ১৫'। এক তরুণ আইপিএস-এর ভূমিকায় তাঁর পরিশীলিত অভিনয় তাক লাগিয়ে দিয়েছে সকলকে। কীভাবে সমাজের উপরতলার মানুষ নিচু তলার মানুষকে দলিত বলে বিভিন্নভাবে অবহেলিত করে রেখেছে তাই তুলে ধরেছিল 'আর্টিকল ১৫'। সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মানের আরও এক ছবি 'ড্রিম গার্ল'। যেখানে এক মহিলাকন্ঠী হয়ে রেডিও জকির ভূমিকায় তিনি। আয়ুষ্মানের মহিলাকন্ঠের আওয়াজে পাগল পুরুষের দল। এই নিয়ে দমফাটা হাসির এক ছবি এই 'ড্রিম গার্ল'।