- Home
- Entertainment
- Bengali Cinema
- অসন্তুষ্ট সিনেমাপ্রেমীপ্রেমী, দিওয়ালিতে ৬০ কোটিও পেরোলো না এই সিনেমাগুলি
অসন্তুষ্ট সিনেমাপ্রেমীপ্রেমী, দিওয়ালিতে ৬০ কোটিও পেরোলো না এই সিনেমাগুলি
দিওয়ালিতে একের পর এক মুখ থুবড়ে পড়ল বলিউডের আট আটটি ছবি। ১০০ কোটি তো দূর ৬০ কোটির অঙ্কও ছুঁতে পারল না অক্ষয় কুমার, সলমন খান, সঞ্জয় দত্ত, ঐশ্বর্য রাই এর এই সিনেমাগুলি।
| Published : Oct 19 2022, 01:44 PM IST
- FB
- TW
- Linkdin
দিওয়ালি প্রায় চলে এল আমাদের দোরগোড়ায়। হাটে বাজারে বিক্রি হচ্ছে রকমারি আলো, প্রদীপ, রঙ্গলী আরও না কত কি! রাস্তায় বেরোলে কিংবা বাসে ট্রেনে চড়ার সময় দেখবেন আলোকসজ্জায় সাজানো রয়েছে কত বাড়ি। উৎসবের এই দিনগুলিতে আনন্দ উচ্ছাসে মেতে ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরও। প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতেও জাঁকজমকে দীপাবলি উৎসব উদযাপিত হয়। বলি পাড়ায় সিনেমার মুক্তির বিষয়ে কথা বলতে গেলে এমন অনেক তারকা রয়েছেন যারা দীপাবলির মরশুমে প্রেক্ষাগৃহে তাদের ছবি মুক্তি দিতে চান তবে তারমধ্যেই কিছু সিনেমা নজর কাড়েনি দর্শকদের। এর মধ্যে রয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, সালমান খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি। নিম্নে এমন কিছু চলচ্চিত্রের তালিকা তুলে ধরা হলো যেগুলি দীপাবলি উপলক্ষে মুক্তি পেলেও সুপার ফ্লপ হয়েছিল।
অতীতে ফিরে যাওয়ার আগে আমরা আসি এবারের দিওয়ালিতে। চলতি বছরের দিওয়ালিতে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবং অজয় দেবগনের ছবি রাম সেতু এবং থ্যাঙ্ক গড মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী দুটি ছবিই প্রেক্ষাগৃহে ভালো পারফরমেন্স করবে বলে আশা করা যাচ্ছে।
এবারে শুরু করি ২০০০ থেকে, ২০০০ সালে চোখ রাখলে দেখা যাবে সঞ্জয় দত্ত-হৃতিক রোশনের ছবি মিশন কাশ্মীর। দীপাবলি উপলক্ষে মুক্তি পেলেও চমকপ্রদ হয়নি অনুরাগীদের কাছে। মাত্র ৩৮ কোটির ব্যবসা করে সিনেমাটি।
অন্যদিকে ২০০৫ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়া সলমন খান এবং কারিনা কাপুরের ছবি কিউকিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মাত্র ১৮ কোটির কালেকশন করে।
ওই একই ২০০৫ সালে দিওয়ালিতে মুক্তি পায় সঞ্জয় দত্ত, ফারদিন খান ও এশা দেওলের মাল্টিস্টারার ফিল্ম শাদি নং ওয়ান। মাত্র ১৬ কোটির ব্যবসা করে এটিও সুপার ফ্লপ হয় প্রেক্ষাগৃহে।
পরের বছর দিওয়ালিতে অর্থাৎ ২০০৬ সালে প্রেক্ষাগৃহে আসে সলমন খান, অক্ষয় কুমার এবং প্রীতি জিন্ডার জান-ই-মনও বক্স অফিসে ফলপ্রসূ হয়নি। ছবিটি মাত্র ৩৫ কোটির ব্যবসা করে।
আবার ২০০৬ সালেই দিওয়ালিতে মুক্তি পায় অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি উমরাও জান। ছবিতে বলিউডের সেরা আইকন উপস্থিত থাকার পরেও বিপর্যয়ে পড়ে সিনেমাটি। মাত্র ১০ কোটির ব্যবসা করে সুপার ফ্লপ হয় উমরাও জান।
এবারে আসি ২০০৭ এর দিওয়ালিতে। ২০০৭ এ রণবীর কাপুর এবং সোনম কাপুরের প্রথম ছবি সাওয়ারিয়া মুক্তি পায়। মাত্র ২৯ কোটির ব্যবসা করে এটিও মুখ থুবড়ে পড়ে প্রেক্ষাগৃহে।
অন্যদিকে ২০০৯ সালের দিওয়ালিতে মুক্তি পায় সঞ্জয় দত্ত ও অক্ষয় কুমারের ছবি ব্লু। বিগ বাজেটের এই ছবিটি মাত্র ৫২ কোটির কালেকশনে হয়ে ওঠে সুপার ফ্লপ।
২০১০ সালের দিওয়ালিতে অক্ষয় কুমার এবং ঐশ্বর্য রাইয়ের ছবি অ্যাকশন রিপ্লে মুক্তি পায়। এই ছবিটিও বক্স অফিসে সুপার ফ্লপ প্রমাণিত হয় এবং ব্যবসা করে ৩৮ কোটির।
আরও পড়ুন
অক্ষয় কুমারের আগামী ছবি রামসেতুর ট্রেলার লঞ্চ হলো মঙ্গলবার , দেখুন সেই ছবি
Uunchai ছবিতে প্রেম -সলমন খান কেউ নেই, কিন্তু কেন নিজেথেকে আসা ভাইজানকে ফিরিয়েছিলেন সুরজ
কেন মুক্তি পাবে না 'টাইগার ৩'? কতৃপক্ষের সিদ্ধান্তে মন ভাঙল নেটিজেনদের
কথা বলা তো দূর, করিনা-করণ জোহর মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না- কারণ জানলে অবাক হবেন
'কামসূত্র'নিয়ে সিক্রেট ফাঁস ঐশ্বর্যর, 'সহবাস' নিয়ে সপাট জবাবে চমকে দিলেন রাই সুন্দরী