এশিয়ানেট নিউজের মুখোমুখি উল্কাবিজ্ঞানী অশ্বিন শেখর, জানালনে গবেষণা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা

উল্কা বিজ্ঞানী অশ্বিন শেখরের সঙ্গে আলাপচারিতায় এশিয়ানেট নিউজ । অশ্বিন শেখর বলেন নক্ষত্র, উল্কা নিয়ে গবেষণা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা ।

/ Updated: Aug 13 2023, 06:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এশিয়ানেট নিউজের সঙ্গে আলাপচারিতায় ডঃ অশ্বিন শেখর । ভারতের প্রথম পেশাদার উল্কা বিজ্ঞানী অশ্বিন শেখর । নিজের অভিজ্ঞতার কথা জানালেন এশিয়ানেট নিউজের প্রতিনিধি অ্যাঞ্জেল ম্যাথিউকে । অশ্বিন শেখর বলেন নক্ষত্র, উল্কা নিয়ে গবেষণা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা । একটি ছোট্ট গ্রহের নামকরণ করা হয়েছে এই বিজ্ঞানীর নামে । নামকরণ করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন । কেরালার একটি ছোট শহরের বাসিন্দা অশ্বিন শেখর । বর্তমানে তিনি একজন জ্যোতির্পদার্থবিদ হিসেবে কাজ করছেন ফ্রান্সের প্যারিস অবজারভেটরির ইনস্টিটিউট অফ সেলসিয়াল মেকানিক্সে ।