'এবার বলতেই দিল না! কংগ্রেস অধীর চৌধুরীকে বারবার অপমান করে' সমবেদনা মোদীর

কটাক্ষের সুরে অধীর চৌধুরীকে গভীর 'সমবেদনা' জানালেন মোদী। ‘১৯৯৯ সালে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। তখন নেতৃত্ব দিয়েছিলেন শরদ পাওয়ার। এরপর ২০০৩ সালেও অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল সরকারের বিরুদ্ধে।’

/ Updated: Aug 10 2023, 09:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কটাক্ষের সুরে অধীর চৌধুরীকে গভীর 'সমবেদনা' জানালেন মোদী। '১৯৯৯ সালে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। তখন নেতৃত্ব দিয়েছিলেন শরদ পাওয়ার। এরপর ২০০৩ সালেও অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল সরকারের বিরুদ্ধে। তখন নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। আর এবারতো অধীর বাবুকে বলতেই দিল না তার দল। কংগ্রেস অধীর চৌধুরীকে বারবার অপমান করে। কেন কলকাতা থেকে কি কোন ফোন এসেছিল। অধীর বাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা রইল।'

Read more Articles on