দুপুরে বাড়ির কলিংবেল বেজে উঠতেই দরজা খুলে বাইরে যান গৃহবধূ। লক্ষ্য করেন এক অপরিচিত মহিলা ঘেমে গিয়ে অস্বস্তি বোধ করছেন। তিনি তৃষ্ণার্ত জানিয়ে এক গ্লাস জল চাইলেন গৃহবধূর কাছে। অপরিচিত মহিলা জানান, সে ভাড়া বাড়ি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে।

দুপুরবেলাতেই এই কাণ্ড। অপরিচিত তৃষ্ণার্ত মহিলা জল চাইলেন, তার উপকার করতে গিয়ে নিজের সর্বস্ব খোয়ালেন গৃহবধূ। গলায় থাকা সোনার গহনা নিয়ে পালাল প্রতারক। খবর যায় থানায়। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

দুপুরে বাড়ির কলিংবেল বেজে উঠতেই দরজা খুলে বাইরে যান গৃহবধূ। লক্ষ্য করেন এক অপরিচিত মহিলা ঘেমে গিয়ে অস্বস্তি বোধ করছেন। তিনি তৃষ্ণার্ত জানিয়ে এক গ্লাস জল চাইলেন গৃহবধূর কাছে। অপরিচিত মহিলা জানান, সে ভাড়া বাড়ি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই তৃষ্ণার্ত হয়ে পড়েছি। একটু জল পেলে সুস্থ বোধ করতাম। সব শুনে সরল বিশ্বাসে অচেনা মহিলাকে এক গ্লাস জল মহিলাকে খেতে দিতেই ঘটল অঘটন। জল খেতে দিতেই গৃহবধূ তাঁর সর্বস্ব খোয়ালেন ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই চাঞ্চল্যকর ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয় নগর থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। ঘটনার পর গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, সেদিন সেময় বাড়িতে স্বামী না থাকায় তিনি একাই ছিলেন। দুপুর নাগাদ এক মহিলা এসেছিলেন মুখে কাপড় ঢাকা অবস্থায়। ওই মহিলার সঙ্গে ছিল একটি ব্যাগ। জল খেতে চেয়েছিলেন সেই অপরিচিত মহিলা, তাকে ঘরে নিয়ে বসিয়ে গ্লাসে করে জল দিয়েছিলেন তিনি। জল দেওয়ার পর ওই মহিলা ব্যাগ থেকে এক বোতল বের করে তাঁর মুখে স্প্রে করতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তারপর তাঁর আর কিছুই মনে নেই। পরে খেয়াল করেন তাঁর সোনার কানের দুল, মঙ্গলসূত্র লুঠ হয়ে গিয়েছে।

গৃহবধূ পুলিশের কাছে আরও জানিয়েছেন, ওই মহিলা চকোলেট দিতে চেয়েছিলেন তাঁর দুই ছেলেকে। জানা যায়, এর আগেও ওই এলাকায় আরও এক বাড়িতে একই কায়দায় চুরি করেছিল এই মহিলা। পরপর এই চুরির ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।